• 07 Dec, 2023

তৃতীয় লিঙ্গের ছন্দবেশধারী ২ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

তৃতীয় লিঙ্গের ছন্দবেশধারী ২ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার সাভার এলাকা থেকে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশধারী দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন, রফিক ওরফে কাজল হিজড়া (১৮) ও মামুনুর ওরফে পরিমনি হিজড়া (২৩)।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) র‍্যাব-৪ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, আজ (শুক্রবার) সকালে সাভারের নিউ মার্কেট এলাকা থেকে তৃতীয় লিঙ্গের ছন্দবেশধারী দুই রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবার চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।

তিনি আরও জানান, তারা তৃতীয় লিঙ্গের মতো স্পর্শকাতর ছদ্মবেশ ধারণ করে ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আইনশৃঙ্খলা বাহিনীর নজর ফাঁকি দিত। তারা ইয়াবার চালান ঢাকা মহানগরসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। তারা একজন কাজল হিজড়া ও পরিমনি হিজড়া নামে পরিচয় দিত। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।