• 25 Mar, 2025

তৃতীয় বিয়ে করেছেন অভিনেতা মিলন

তৃতীয় বিয়ে করেছেন অভিনেতা মিলন

অভিনেতা আনিসুর রহমান মিলন। তিনি ১২ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন ‘আর্তনাদ থিয়েটারে’ যুক্ত হয়ে। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

 এদিকে মিলন গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে তৃতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অভিনেতার স্ত্রীর নাম শিপা। নির্মাতা চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 

চয়নিকার ভাষ্য, ‘অনেকে অনেক শুভেচ্ছা মিলন ও শিপা ভাবি। অনেক ভালো লাগলো, সুখী হও। আনন্দে ভাসো। তোমাদের জন্য ভালোবাসা।’ 

প্রসঙ্গত,মিলন ১৯৯৯ সালে প্রথম লুসি গোমেজকে বিয়ে করেন। তাদের সম্পর্কের অবনতি ঘটলে ২০১২ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন। ২০১৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

এরপর তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী পলি আহমেদকে বিয়ে করেন। যিনি ২০২২ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।