মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডা.আবেদা সুলতানা ফাউন্ডেশনের পরিচালক আবদুল আজিজ ।মঙ্গলবার পল্লবীস্থ সবুজ বাংলা আবাসিক এলকার সামনে থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেন তারা।
মুফতী মাহাবুবুর রহমান কাসেমী জানায়, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় ডুবেছে ফেনী, কুমিল্লা, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলা। এরমধ্যে ফেনীর অবস্থা খুবই ভয়াবহ। যেখানে বন্যার পানিতে আটকা পড়েছে অসংখ্য মানুষ। ফেনী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে আমাদের মাদ্রাসার বেশ কিছু শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একসাথে ফেনী যাচ্ছি। তারা বন্যার্তদের সহযোগিতায় অর্থ সংগ্রহে ফান্ড গঠন করেন। এ ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধসহ বিভিন্ন জরুরি সামগ্রী নিয়ে ফেনীর বন্যাদুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তারা।স্বেচ্ছাসেবী নিজাম উদ্দিন বলেন, ফেনীর বন্যাদুর্গতদের অবস্থা খুবই শোচনীয়। এই অবস্থায় মানুষ হিসেবে ঘরে বসে থাকতে পারি না। তাই তাদের সাহায্যে সবুজ বাংলা থেকে ত্রাণসামগ্রীসহ রওনা হয়েছি। আমাদের এ ছোট প্রচেষ্টায় তাদের কষ্ট যদি কিছুটা কমে তাহলে সেটাই সার্থকতা। সবাই একসঙ্গে চেষ্টা করলে আমরা এ দুর্যোগ কাটিয়ে উঠতে পারব।
সিয়াম ফাহাদ বলেন, মূলত মানবিক দৃষ্টিকোন থেকে এ উদ্যোগ নিয়েছি। আমরা জেলার মানুষের সহযোগিতায় অর্থ সংগ্রহ করে তা নিয়ে ফেনীর বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে যাচ্ছি। কিছুটা হলেও তাদের সহায়তা করতে পারব বলে মনে করি।
তাদের সঙ্গে যোগ দেন ভাইরাল আমিনুল ইসলাম বুলু তিনি বলেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছানোর জন্য সাধারণ শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছে তা প্রশংসার যোগ্য। তারুণ্যের এ শক্তিকে ব্যবহার করে সামনে এগিয়ে যেতে হবে। আমরা সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছি। শিক্ষার্থীদের এ প্রচেষ্টা বন্যার্তদের দুর্ভোগ লাঘবে কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা করছি।ত্রাণ দিতে আরো যাচ্ছেন মুফতী আবুল ফজল,মুফতী যুবায়ের আহমেদ,জিল্লুর রহমান, আরিফ, সাইদ, মো. আবিদ, আব্দুর রহমান, কামরুল প্রমুখ।