বিসিবি জানিয়েছেন, 'আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। গত সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলার সময় চোট পেয়েছেন তিনি।'
গতকাল শেষ ওয়ানডেতে উইকেটকিপিংয়ের সময় চোট পান মুশফিক। তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করতে গেলে সেটি আঘাত করে মুশফিকের ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। এ সময় মাঠেই খানিকটা সেবা-শুশ্রূষা করা হয় তার। এরপর পুরো ইনিংস তিনি উইকেটকিপিং করেছেন। ব্যাটিংয়েও ৩৭ রানের অপরাজিত ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
চট্টগ্রামে ম্যাচ শেষের পর ঢাকায় এসে মুশফিকের আঙুলের এক্সরে করা হয়। সেই রিপোর্টে দেখা যায়, তার আঙুলে চিড় ধরেছে। এই চোট সেরে আবারও মাঠে ফিরতে আরও অন্তত তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে তার।
জাতীয় দলের ফিজিও বায়েজিদ খান বলেন, 'ম্যাচ শেষে ঢাকায় মুশফিকের এক্সরে করা হয়, সেখানে তার ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে চিড় ধরা পড়েছে। সে এখন পর্যবেক্ষণের মধ্যে আছে এবং ধারণা করা হচ্ছে আরও তিন থেকে চার সপ্তাহ সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবে না সে।'
মুশফিকের বিকল্প হিসেবে শ্রীঘ্রই আরেক জন ক্রিকেটারকে দলে ডাকবে বিসিবি। এই অভিজ্ঞ ক্রিকেটারের বিকল্প হিসেবে দলে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। তবে ইতোমধ্যেই স্কোয়াডে থাকা লিটন দাসও উইকেটকিপিং করতে পারেন।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ মার্চ। এই ম্যাচটি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর দুই দল যাবে চট্টগ্রাম। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ৩০ মার্চ।