• 08 Sep, 2024

টেলিসেবা-নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে গণশুনানি করবে বিটিআরসি

টেলিসেবা-নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে গণশুনানি করবে বিটিআরসি

টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম নিয়ে গণশুনানি করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ৮ মে আগারগাঁওয়ে সংস্থাটির নিজস্ব কার্যালয়ে এই গণশুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এতে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ অন্যান্যরা মতামত দিতে পারবেন। বিষয়টি জানিয়ে এরইমধ্যে বিটিআরসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে ‘টেলিযোগাযোগ সেবা ও নিয়ন্ত্রক সংস্থার কার্যক্রম’ শীর্ষক গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সম্মানিত গ্রাহক, বাংলাদেশের ভোক্তা সংঘ, পেশাজীবীসহ আগ্রহী যেকোনো ব্যক্তিবর্গ মতামত জানাতে পারবেন। আগামী ৮ মে (বুধবার) সকাল ১১টায় বিটিআরসি ভবনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।