যদিও সেই ম্যাচে শুরুর দাপটটা দেখিয়েছে তামিমের ফরচুন বরিশাল। সাকিব নিজেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ব্যাটিং বিপর্যয়ে পড়া রংপুর রাইডার্স পুরো নির্ধারিত ওভার খেলতে পারবে কি না সেই শঙ্কা ছিল। তবে শামিম পাটওয়ারী ও শেখ মেহেদীর ঝোড়ো ব্যাটিংয়ে শেষদিকে তারা মান বাঁচানোর পুঁজি পেয়েছে। প্রথম ইনিংসে ৯ উইকেটে রংপুরের সংগ্রহ ১৩৪ রান।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ (শনিবার) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। যেখানে প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম। ফলে নুরুল হাসানের সোহানের দল শুরুতে ব্যাটিংয়ে নামে। শুরু থেকে তারা ছিল ছন্নছাড়া ও নড়বড়ে। পরে শুরুর ধাক্কা সামলাতে ওয়ানডে মেজাজে ব্যাট করেন অধিনায়ক সোহান ও শামিম। শেষদিকে সজোরে ব্যাট চালিয়ে শেখ মেহেদী তাদের বিপন্ন অবস্থা কাটিয়েছেন। ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলেন তিনি।