• 25 Mar, 2025

তামিম ঝড়ের পর শরিফুলের জোড়া আঘাত, জমে উঠল ফাইনাল

তামিম ঝড়ের পর শরিফুলের জোড়া আঘাত, জমে উঠল ফাইনাল

চিটাগাং কিংসের বড় লক্ষ্য তাড়ায় শুরুটা যেমন দরকার ছিল তেমনই পেয়েছে ফরচুন বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল ঝোড়ো ব্যাটিংয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন।

মাত্র ২৪ বলে সেঞ্চুরি করেছেন বরিশাল অধিনায়ক। তার ঝড় দেখে মনে হচ্ছিল বুঝি একপেশে একটি ফাইনাল জিততে চলেছে বরিশাল। তবে ইনিংসের নবম ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছেন শরিফুল ইসলাম।

বাঁ-হাতি এই পেসারের করা নবম ওভারটি ছিল চিটাগাংয়ের জন্য হালে পানি ‍খুঁজে পাওয়ার মতো। এর আগপর্যন্ত তামিমের ব্যাটিং তাণ্ডবের সামনে পুরো চিটাগাং শিবির ছিল নীরব দর্শকের মতো। ওভারে নিজের প্রথম ডেলিভারিটি অবশ্য শরিফুল দিয়েছিলেন তামিমের পছন্দের জোনে। তাতেই বিলাসী শট খেলতে গিয়ে লং অফে ক্যাচ দিয়েছেন বরিশাল অধিনায়ক। দলকে ভালো অবস্থানে নেওয়ার পথে তামিম ২৯ বলে এক ছক্কা ও ৯টি চারে ৫৪ রান করেন।