শান্তি মন্ত্রাণালয় আসলেই দরকার : এ এইচ এম নোমান

আমাদের সব উচ্চারণ ও আমাদের সব দর্শনে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ করি- আমরা শান্তি চাই। দেশের ভেতরে শান্তি, সব দেশের মধ্যে শান্তি এবং বিশ্বব্যাপী শান্তি'। তার কাছে অত্যন্ত হাস্যকর মনে হয় যে, 'বিশ্বের প্রতিটি সরকারেরই একটি প্রতিরক্ষা মন্ত্রালয় আছে, যা আক্ষরিক অর্থে এটি যুদ্ধ মন্ত্রণালয়, কিন্তু কোনো শান্তি মন্ত্রণালয় নেই'।