জাতীয় `আমি রেলে চড়ে নড়াইলে এসেছি'- রেলমন্ত্রী 24 Nov, 2023 5 mins read 259 views রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি বলেছে, কিছুদিন আগে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্তু রেল চলাচল অনুষ্ঠানিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। বর্তমানে বানিজ্যিক ভাবে রেল চলাচল করছে। আমি রেলে চড়ে এখানে এসেছি।