রূপগঞ্জে বাটুল সিন্ডিকেটে জিম্মি মুরগী বাজার!

নড়াইলের রূপগঞ্জ মুরগী বাজার এখন এক ব্যক্তির সিন্ডিকেট নিয়ন্ত্রণে — এমন অভিযোগে ক্ষোভে ফুঁসছে প্রান্তিক মুরগী ব্যবসায়ীরা। ওজনে কম, দামে বেশি এবং জোর করে দোকান দখল—সব অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছেন স্থানীয় প্রভাবশালী মুরগী ব্যবসায়ী বাটুল মজুমদার। অভিযোগ উঠেছে, প্রশাসনের নাকের ডগায় তিনি গড়ে তুলেছেন একক আধিপত্য আর ভয়ভীতি নির্ভর ব্যবসা সাম্রাজ্য।