• 01 Jun, 2024
নড়াইলে এক মানসিক প্রতিবন্ধী প্রায় ৩ মাস নিখোঁজ!

নড়াইলে এক মানসিক প্রতিবন্ধী প্রায় ৩ মাস নিখোঁজ!

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামের মলয় বালা ও মিনা বালার ৫ম সন্তান মানসিক অসুস্থ (প্রতিবন্ধী) গোপাল বালা (২৬) কে প্রায় ৩ মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ গোপালের গায়ে একটি ফুলহাতা সইয়েটার, পরণে জিন্সের ফুল প্যান্ট ও পায়ে একটি চ্যান্ডেল পরা ছিলো। তার গায়ের রং শ্যমলা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। সে মানসিকভাবে অসুস্থ।