• 07 May, 2024

স্বেচ্ছাসেবীদের সঙ্গে প্যারিস খাল পরিষ্কারে নেমেছেন মেয়র আতিক

স্বেচ্ছাসেবীদের সঙ্গে প্যারিস খাল পরিষ্কারে নেমেছেন মেয়র আতিক

মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এই কাজে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর প্যারিস খালে এই কার্যক্রম শুরু হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঠানো এক ভিডিওতে দেখা যায়, মেয়র নিজেও স্বেচ্ছাসেবীদের সঙ্গে নেমে খাল পরিষ্কার করছেন।


এর আগে ৩১ জানুয়ারি মিরপুর প্যারিস খাল পরিদর্শন করে আজ থেকে খালটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দেন ডিএনসিসি মেয়র। ওই সময় আতিকুল ইসলাম বলেন, একসময় এই প্যারিস খাল দিয়ে নৌকা চলত, এই খালে মানুষ সাঁতার কাটত। সবাই নির্বিচারে ময়লা ফেলে খাল ভরাট করে ফেলেছে। ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে ফেরানো হবে। এই সময় উপস্থিত ছিলেন  ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার আমিনুল ইসলাম বুলু, আদর্শ নগর প্লট মালিক সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মো. বাচ্চু বেপারী প্রমুখ ।