কলম্বোর প্রেমাদাসার স্টেডিয়াম ঐতিহাসিকভাবেই স্পিনবান্ধব। একইসঙ্গে ব্যাটিং সহায়ক হিসেবেও বেশ নাম আছে এর। পিচের কথা মাথায় রেখে, দল সাজানোর ক্ষেত্রেও আসছে পরিবর্তন। অন্তত গতকালের ট্রেনিং সেশনে তেমন আভাসই মিলেছে।
এদিন বাংলাদেশ একাদশে আসতে পারে দুই পরিবর্তন। নাঈম শেখের পরিবর্তে ওপেনিংয়ে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে। এছাড়া থাকবেন লিটন দাস। তিনে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। চারে সাকিব আল হাসান, পাঁচে তাওহীদ হৃদয়, ছয়ে মুশফিকুর রহিম। সাতে আফিফ হোসেন। আট নম্বরের জায়গায় দলে ফিরতে পারেন শেখ মেহেদি। স্পিনবান্ধব এবং ব্যাটিং সহায়ক উইকেট বিবেচনায় মেহেদিকে দেখা যেতে পারে এই ম্যাচে।
এছাড়া নয় দশ এবং এগারো নম্বরে দেখা যাবে তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবং শরিফুল ইসলামকে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:
এনামুল হক বিজয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।