সিলেটে যোগ দিয়েছেন নতুন বোলিং কোচ
দেশের ক্রিকেট অঙ্গন কাঁপছে বিপিএলের জ্বরে। প্রেস্টিজিয়াস এই টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে শুক্রবার সন্ধ্যায়। এরইমাঝে দুই দল নিজেদের শেষ প্রস্তুতি সেরে নিয়েছে। মিরপুরের হোম অভ ক্রিকেট খ্যাত শের-ই বাংলা স্টেডিয়ামে সেরার লড়াইয়ে নামবে দুই দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল।