অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু হচ্ছে সোমবার থেকে। ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ সাংসদেরা শপথ গ্রহণ করতে চলেছেন। প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবের তত্ত্বাবধানে হবে সাংসদদের শপথগ্রহণের অনুষ্ঠান। তবে প্রথম দিনেই এনডিএ বনাম ‘ইন্ডিয়া’ সংঘাতের আবহ তৈরি হতে পারে বলে আশঙ্কা। কারণ প্রোটেম স্পিকারের নির্বাচন নিয়ে ইতিমধ্যে মোদী সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে বিরোধীরা। সোমবার (২৪ জুন) সাংসদদের শপথগ্রহণের সময় সেই বিরোধিতার আঁচ লাগতে পারে বলে মনে করছেন অনেকেই।
গত ৪ জুন লোকসভার ফল প্রকাশিত হয়েছে। তার পর নতুন লোকসভার প্রথম অধিবেশন বসবে আগামিকাল সোমবার। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের ২৯২ জন, বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ২৩৩ জন এবং অন্যান্যদের ১৮ জন সাংসদের শপথগ্রহণ করার কথা। দু’দিনে এই অনুষ্ঠানকে ভাগ করা হয়েছে। শপথগ্রহণের প্রক্রিয়া চলবে মঙ্গলবার পর্যন্ত।