• 25 Apr, 2024

সংসদ ভবনের মসজিদ সংস্কারের কাজ উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

সংসদ ভবনের মসজিদ সংস্কারের কাজ উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য ভবন ক্যাম্পাসের মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেছেন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু।

সোমবার (১১ মার্চ) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সংসদ সদস্য ভবনে মসজিদের এ সংস্কার কাজের উদ্বোধন করা হয়। 

এসময় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ সানজিদা খানম, এস এম শাহজাদা এমপি ও মো. আবু জাহির এমপি উপস্থিত ছিলেন। এসময় কোরআন তেলাওয়াত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।

বাংলাদেশ জাতীয় সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সচিবালয় ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।