• 17 May, 2024

সমাপনীতে পতাকা সাইফের হাতে

সমাপনীতে পতাকা সাইফের হাতে

আজ পর্দা নামছে ১৯ তম এশিয়ান গেমসের। অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে রাতে সমাপনী অনুষ্ঠান হবে।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ কন্টিনজেন্টের পতাকা বহন করবেন পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক সাইফ হাসান। হাংজু এশিয়ান গেমসে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেছিলেন দাবাড়ু নিয়াজ মোর্শেদ ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন।

হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশ ১৭ ডিসিপ্লিনে অংশগ্রহণ করেছে। অনেক ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা ইতোমধ্যে দেশে ফিরেও গেছেন। এখন হাংজুতে রয়েছেন কারাতে, ক্রিকেট, দাবার খেলোয়াড়েরা। পুরুষ ক্রিকেট দল ব্রোঞ্জ জেতায় সাইফ হাসানের হাতে সমাপনীতে বাংলাদেশ দলের পতাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।

বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন একে সরকার বলেন, 'বাংলাদেশকে ব্রোঞ্জ পদক এনে দেয়া দুই দলের মধ্যে এখন পুরুষ ক্রিকেট দল রয়েছে। তাই আমরা পুরুষ দলের অধিনায়কের হাতে পতাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি।' ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় জাকার্তা এশিয়ান গেমসের সমাপনীতে বাংলাদেশের পতাকা বহন করেছিলেন হকি খেলোয়াড় মামুনুর রহমান চয়ন।

আজ স্থানীয় সময় রাত আটটায় সমাপনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানের দৈর্ঘ্য দুই ঘন্টা হলেও সমাপনীর পরিধি আধ ঘন্টা কম হবে। সমাপনী অনুষ্ঠানে মার্চ পাস্ট, মশাল নেভানো, পরবর্তী গেমসের শহরের কাছে ব্যাটন হস্তান্তর, সেরা অ্যাথলেট ঘোষণার পাশাপাশি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।