কমরেড অমল সেন বলেছেন জনগণের বিকল্প শক্তি গড়ে তোল। এই জনগন কারা? এই জনগণ মূলত দেশের শ্রমজীবী মানুষ। এই মানুষের লড়াই অব্যাহত রয়েছে। অমল সেন যেমন তার সারাটা জীবন কৃষক শ্রমিকের মুক্তির লড়াইয়ে আত্মনিয়োগ করেছিলেন তাঁর সেই মুক্তির সংগ্রাম আজো অব্যাহত রয়েছে। আজকে শ্রমজীবী মানুষের মুক্তির জন্য আমাদের নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে, নতুন করে ভাবতে হবে। কমরেড অমল সেন স্মরণ সভায় নেতৃবৃন্দ আজ এ কথা বলেন।
কমরেড অমল সেনের ২২ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা যশোর নড়াইল বাকরী স্কুল প্রাঙ্গণে তার সমাধীস্থলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি কৃষ্ণপদ বিশ্বাস। বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক, নড়াইল-২ আসনের সাবেক এমপি ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড এডভোকেট শেখ হাফিজুর রহমান, অমল সেন স্মৃতি রক্ষা কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন যুবমৈত্রী নেতা আব্দুল কুদ্দুস সুমন।
এর আগে অমল সেনের সমাধীতে পুষ্পস্তবক অর্পন করে অমল সেন স্মৃতি রক্ষা কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি, জাতীয় কৃষক সমিতি, পার্টির ঢাকা মহানগর দক্ষিন, যুব মৈত্রী, ছাত্র মৈত্রী, নারী মুক্তি সংসদ, বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়ন, জাতীয় গার্হস্থ নারী শ্রমিক ইউনিয়ন, ওয়ার্কার্স পার্টি নড়াইল জেলা, যশোর জেলা, চুয়াডাঙ্গা জেলা, বাগের হাট জেলা, খুলনা জেলা, খুলনা মহানগর ১১ খান