• 05 Oct, 2024

সিএসইতে দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

সিএসইতে দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের পঞ্চম ও শেষ দিন বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ৫৩০ কোটি টাকা লেনদেন হয়েছে। যা গত প্রায় দুই মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

এর আগে চলতি বছরের ৫ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল ৫৩৩ কোটি ১৫ লাখ ৫ হাজার ৭৮৫ টাকার শেয়ার। তারপর আজ সর্বোচ্চ লেনদেন হয়েছে।

বুধবার সিএসইতে লেনদেন হয়েছিল ১০ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার ৫৮০ টাকার শেয়ার, বন্ড এবং মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ে বেশি লেনদেন হয়েছে সিএসইতে। ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৩৭৮ কোটি ১৫ লাখ ৭৬ হাজার টাকা।

আজ সিএসইর প্রধান সূচক ১৫ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৬ পয়েন্টে। সিএসইতে ১৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির।