শনিবার (১০ জানুয়ারি) সিলেটের গৌরীপুর টুকেরবাজারে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন– স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
এছাড়া জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বিসিআইসি-এর চেয়ারম্যান মো. ফজলুর রহমান, এলজিইডির প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফাসহ জেলা প্রশাসন ও শহীদ পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের আগে উপদেষ্টা আদিলুর রহমান খান সিলেট শহরে স্থাপিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।