স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১০ আগস্ট) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়েন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগম চিকিৎসকের শিডিউল আগেই নেওয়া ছিল। সেই অনুযায়ী আজ চিকিৎসার জন্য উনারা সিঙ্গাপুর গিয়েছেন।
তিনি বলেন, সকাল ৮টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর উদ্দেশে রওনা হন তারা।
তবে, তারা কতদিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকবেন তা জানাননি শায়রুল।
প্রসঙ্গত, গত মাসে সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসা করিয়ে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ নভেম্বর বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নানের সভাপতিত্বে মধ্যবাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সিদ্ধান্ত হয়
নাহিদুর রহমান দুলাল,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলে এক ভিন্ন বার্তা দিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি ঘোষণা দেন — “নড়াইল হবে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য সেতুবন্ধন”। এসময় তিনি জোর দিয়ে বলেন, বিএনপির কোনো নেতা বা কর্মী আর কখনো হিন্দু সম্প্রদায়কে ‘সংখ্যালঘু’ হিসেবে সম্বোধন করবেন না।