ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ নাসির
আগের আসরে অধিনায়ক আর এবার আসরে নেই ড্রাফটে। এক বছরের মধ্যে একেবারে মুদ্রার বিপরীত পিঠ দেখে ফেললেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন।
ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ (শনিবার) একাধিক কর্মসূচি পালন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে ১০টি মাদ্রাসার প্রায় ১৫শ এতিম ও মাদ্রাসা ছাত্রের মাঝে খাবার বিতরণ করা হয়। এ নিয়ে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক ঈসমাইল হায়দার মল্লিক।
তিনি বলেন, ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া সংগঠক। স্বাধীনতার পরে ক্রিকেট এত জনপ্রিয় ছিল না। তার হাত ধরেই কিন্তু তখন এটা শুরু হয়। তিনি একাধারে ক্রিকেট, বাস্কেটবল ও ফুটবল খেলতেন। কামাল ভাইয়ের হাত ধরেই আবাহনী ক্লাবের জন্ম। আমরা যেটা বলি, আবাহনীর মাধ্যমেই আধুনিক ফুটবল বাংলাদেশে সূচিত হয়েছে। তার মতো বড় মাপের ক্রীড়া সংগঠক বাংলাদেশে এখন পর্যন্ত আর এসেছে বলে আমাদের জানা নেই।’
তার জন্মদিনে আমরা প্রতিবারই এরকম আয়োজন রাখি। আজকেও আমরা ১০টি মাদ্রাসার প্রায় ১৫শ এতিম ও মাদ্রাসা ছাত্রের মাঝে খাবার বিতরণ করেছি। তিনটা জায়গায় আমরা মিলাদ মাহফিল করেছি। কক্সবাজারে যেহেতু উনার নামেই একটা স্টেডিয়াম আছে, ওখানে বড় করে মিলাদ আয়োজন করা হয়েছে। আজকে দিনব্যাপী নানা অনুষ্ঠান রয়েছে। মাননীয় বোর্ড সভাপতিরও এখানে থাকার কথা ছিল। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া একটা পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে, তাই বোর্ড সভাপতি এখানে এখনও আসতে পারেননি। বিকেলেও আবাহনী ক্লাবে একটা শোকসভা হবে’, যোগ করেন মল্লিক।
ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের নামকরণ করা হয়েছে শেখ কামালের নামে। এবার ৮ ক্যাটাগরিতে ১০ ক্রীড়া ব্যাক্তিত্ব ও দুই সংগঠনকে পুরস্কৃত করছে এনএসসি। এর মধ্যে পুরস্কার পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদও।
এ নিয়ে মল্লিক বলেন, ‘অবশ্যই আমাদের ক্রিকেটার বা সংগঠক যারাই পুরস্কারটা পায়, আমাদের জন্য গর্বের ব্যাপার। উনার নামটা আমাদের ক্রীড়াঙ্গনে এমনভাবে জড়িত, উনার নামের পদক পাওয়া আমাদের জন্য বিশেষ কিছু।’
আগের আসরে অধিনায়ক আর এবার আসরে নেই ড্রাফটে। এক বছরের মধ্যে একেবারে মুদ্রার বিপরীত পিঠ দেখে ফেললেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন।
বেশ কয়েক দিনের নাটকীয়তা শেষে ঘোষণা করা হল পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড। চোটের কারণে দলে রাখা হয়নি নাসিম শাহকে। তার পরিবর্তে লম্বা সময় পর ফিরেছেন হাসান আলী।
ফুটবল ক্যারিয়ারে এমন কোনো শিরোপা নেই যা লিওনেল মেসির শোকেসে পাওয়া যাবে না। যেই শিরোপা নিয়ে আক্ষেপ ছিল সেই বিশ্বকাপ শিরোপাও স্থান পেয়েছে শোকেসে। তাই ফুটবল থেকে আর চাওয়ার কিছু নেই মেসির। বিশ্বকাপ জয়ের পর এমন কথা বেশ কয়েকবার বলেছেন এ বিশ্বকাপজয়ী অধিনায়ক।