বুধবার (৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে সীতাকুণ্ড স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে যায়। ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন ছাড়ার ৬০০ মিটারের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে।
চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, লাইনচ্যুত হওয়ার পর এটি উদ্ধারের কাজে বেশি সময় লাগেনি। ১৫ মিনিটের কাজ। তবে চট্টগ্রাম থেকে গিয়ে উদ্ধার কাজ শুরু করতে সময় লেগেছে। এখন কাজ শেষ। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে যে-সব অপপ্রচার চালানো হয়েছে এবং হচ্ছে এসবের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক বা সমর্থন নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ বাংলাদেশের প্রতি দেখানো উচিত বলে দিল্লিকে মনে করিয়ে দিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।
শিক্ষার সকল স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক ও শিক্ষায় সকল বৈষম্য নিরসন করতে জোর দাবি জানিয়েছে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ।
৭ই ডিসেম্বর সকালে পুরানা পল্টন আজাদ সেন্টারে ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় অন্তর্বতী কালীন সরকারের নিকট এই আহ্বান জানান।