• 10 Dec, 2024

সীতাকুণ্ডে লাইনচ্যুত চট্টলা এক্সপ্রেস

সীতাকুণ্ডে লাইনচ্যুত চট্টলা এক্সপ্রেস

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় চট্টলা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) সকাল সাতটার দিকে সীতাকুণ্ড স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।  তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি সকাল ৬টায় ছেড়ে যায়। ট্রেনটি সীতাকুণ্ড স্টেশন ছাড়ার ৬০০ মিটারের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে।

চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, লাইনচ্যুত হওয়ার পর এটি উদ্ধারের কাজে বেশি সময় লাগেনি। ১৫ মিনিটের কাজ। তবে চট্টগ্রাম থেকে গিয়ে উদ্ধার কাজ শুরু করতে সময় লেগেছে। এখন কাজ শেষ। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এমআর/এমএসএ