জিতলেই ফাইনালের টিকিট। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই ব্যাটিং ধ্বস চিটাগাং কিংসের। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার পর শামীম পাটোয়ারী একাই লড়াই করলেন। তার দুর্দান্ত ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেয়েছে কিংসরা।
মিরপুরে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করেছে চিটাগাং। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শামীম।
শ্রীলঙ্কার বিপক্ষে আজ (বুধবার) টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
নড়াইলের কালিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত এবং একজন শিক্ষার্থী আহত হয়েছেন। দীর্ঘদিনের জমি ও বংশগত বিরোধের জেরেই এই রক্তক্ষয়ী সংঘর্ষ বলে স্থানীয় সূত্রে জানা গেছে।