সাকিব-মাশরাফি দু’জনেই আমার ভালো বন্ধু : ফেরদৌস
প্রথমবারের মতো সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার মাঝি হয়ে লড়বেন তিনি।
দারুণ আলোচনা সঙ্গে নিয়েই এগিয়ে চলছে শাকিব খান-সোনাল চৌহানের ‘দরদ’ রসায়ন। সম্প্রতি শাকিব-সোনালসহ সেটের অনেকেই জ্বরে আক্রান্ত হন। তবু থেকে নেই নির্মাতা অনন্য মামুনের সিনেমাটি নির্মাণ।
বর্তমানে ভারতের বেনারসে চলছে শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান এই সিনেমার শুটিং। গতকাল শাকিব-সোনাল অংশ নিয়েছেন একটি প্রেমের গানের শুটিংয়ে। সেই শুটিংয়ের ছবি প্রকাশে আসতেই বেশ নজর কেড়েছে দর্শকদের। এমনকি গানেও বিশেষ চমক থাকছে বলে জানা গেছে।
শুধু এই গানটি নয়, এরইমধ্যে সিনেমাটির একাধিক লুক প্রকাশ করেছেন নির্মাতা। যা সিনেপ্রেমীদের প্রশংসাও কুড়িয়েছে। তাছাড়া সিনেমাটির গল্প নিয়ে শুরু থেকেই শাকিব খান-সোনাল চৌহানসহ সংশ্লিষ্টরা ভিন্নতার উদাহরণ টানছেন। যা দুই দেশের দর্শকদের সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে আসতে বাধ্য করবে।
শাকিব-সোনাল ছাড়াও সিনেমাটিতে আরও থাকছেন ভারতের রাহুল দেব, পায়েল সরকার, রাজেশ শর্মা, বিশ্বজিত্ চক্রবর্তী আর অলোক জৈন। বাংলাদেশ থেকে অভিনয় করছেন ইমতু রাতিশ, ইলিনা শাম্মি, রিও, সাফা মারিয়া, আমির সিরাজীসহ অনেকেই।
প্রথমবারের মতো সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক ফেরদৌস। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকার মাঝি হয়ে লড়বেন তিনি।
সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা, নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় ও জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে পারিবারিক আয়োজনে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন পরমব্রত-পিয়া।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লড়তে ঝিনাইদহ-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছিলেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত চিত্রনায়িকা সামসুন্নাহার সিমলা। তবে এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই।