অনূর্ধ্ব-১৮ সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেট প্রেমী এসোসিয়েশন অব বাংলাদেশের আহবায়ক আমিনুল ইসলাম বুলু। বুধবার (১৩ মার্চ) রাতে একটি পুত্র সন্তানের জন্ম দেন এই নারী ফুটবলার। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয় তার। সেই রক্তক্ষরণেই মারা যান তিনি।
শোক বার্তায় বুলু আরো বলেন, 'খুব খারাপ লাগছে। রাজিয়া অত্যন্ত ভালো একজন মানুষ ছিল। খেলতোও দারুণ। আমি তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক। তার শোকাহত পরিবারকে যেন আল্লাহ তায়ালা এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার শক্তি প্রদান করেন।’
ব্যাট করতে নামলেই যেন রেকর্ড গড়েন জো রুট। মুলতানে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। দুর্দান্ত এই ইনিংস খেলার পথে একাধিক রেকর্ড গড়েছেন এই ইংলিশ ব্যাটার।