কন্যাশিশু লারা নয়, বরুণের প্রথম সন্তান পোষা কুকুর!
বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা বরুণ ধাওয়ান। তরুণ প্রজন্মের কাছে যিনি বেশ জনপ্রিয়; এক দশকের বেশি সময় ধরে নিজেকে প্রমাণ করেছেন। সম্প্রতি একটি শোতে এই অভিনেতা প্রকাশ করলেন তার মেয়ে লারা এবং পোষা কুকুর জোয়ের প্রতি ভালোবাসার কথা। বললেন, তার কাছে দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই এবং পোষ্য জোয়েই তাকে বাবা হওয়ার জন্য প্রস্তুত করেছে।