• 19 May, 2024

রমজান-হজ কার্যক্রম সম্পর্কে সংসদীয় কমিটিকে জানাল ধর্ম মন্ত্রণালয়

রমজান-হজ কার্যক্রম সম্পর্কে সংসদীয় কমিটিকে জানাল ধর্ম মন্ত্রণালয়

রমজান ও হজ কার্যক্রমের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিকে অবহিত করেছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার (৬ মার্চ) সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সভাপতি মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান, এইচ এম ইব্রাহিম ও মো. রশীদুজ্জামান অংশগ্রহণ করেন।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ সব শহীদ সদস্য, মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৈঠকে উপস্থিত সদস্য ও কর্মকর্তাদের পরিচিতি পর্ব শেষে পাওয়ার পয়েন্ট প্রেজেনটেশনের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম এবং আসন্ন রমজান ও হজ পালনে বিভিন্ন গৃহীত কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়।