পোলিশ জনগণকে অপমান না করতে জেলেনস্কিকে হুঁশিয়ারি পোল্যান্ডের
পোলিশ জনগণকে আর কখনও ‘অপমান’ না করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পোলদের আর কখনও ‘অপমান’ করবেন না।
মোহাম্মদ অহিদ উদ্দিন (লন্ডন থেকে): রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন রেডব্রিজ ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়ন না করার জন্য রেডব্রিজ কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন। আরসিটি সভাপতি মো. অহিদ উদ্দিন সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ইলফোর্ড টাউন হলে রেডব্রিজ কাউন্সিল ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বৈঠকে বসবে। সুতরাং আমি রেডব্রিজের সমস্ত বাসিন্দাদের আগামী ১৪ সেপ্টেম্বর ইলফোর্ড টাউন হল প্রাঙ্গনে সমবেত হয়ে ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন না করার পক্ষে আওয়াজ তোলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি । আরসিটি সভাপতি বিবৃতিতে আরও বলেন, রেডব্রিজ ওয়ানস্টেড যুব কেন্দ্রটি রেডব্রিজের তরুণ সমাজের জন্য অত্যাবশ্যকীয় একটি প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিলে আমাদের ছেলেমেয়েদের জ্ঞান-বিজ্ঞান থেকে শুরু করে খেলাধুলা, ব্যায়াম, মেধার বিকাশ, শিল্প-সাহিত্যের চর্চা এবং চিত্তবিনোদনের সমস্ত পথ রুদ্ধ হয়ে যাবে। বিবৃতিতে মোহাম্মদ অহিদউদ্দিন বলেন, রেডব্রিজ কাউন্সিলের প্রতি আমাদের অনুরোধ: রেডব্রিজ ওয়ানস্টেড যুব কেন্দ্রটি বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে বিরত থাকুন। কেন্দ্রটি বন্ধ না করে বরং এর সার্বিক উন্নয়নে আশু পদক্ষেপ গ্রহণ করুন। বিবৃতিতে স্বাক্ষর করেন: আরসিটি সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, কোষাধ্যক্ষ এনামুল হক এনাম, সহ-সভাপতি আফসার হোসেন এনাম এবং প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক মিছবাহ জামাল। বার্তা প্রেরক: মোহাম্মদ অহিদ উদ্দিন সভাপতি রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট (আরসিটি)
পোলিশ জনগণকে আর কখনও ‘অপমান’ না করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করে দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, পোলদের আর কখনও ‘অপমান’ করবেন না।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশী টাকায় ১১০১ টাকা দরে ভারতে গেলো ৭১.১ মেট্রিক টন ইলিশ। বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সরকারের অনুমোদন দেয়া ৩৯৫০ মেট্রিক টন ইলিশের মধ্যে ৭১.১ মেট্রিক টনের চালান ভারতে যায়। আগামী ২০ অক্টোবরের মধ্যে বাকি ইলিশের চালান পর্যায়ক্রমে ভারতে পৌঁছাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ফিসারীজ কোয়ারেন্টাইন স্টেশন কর্মকর্তা মাহবুবুর রহমান।
ইরানে কঠোর হচ্ছে হিজাব আইন। এ পদক্ষেপ আরও এক ধাপ এগিয়ে গেল। দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। হিজাব না পরলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড ও তিন বছরের শুনানির ব্যবস্থা রয়েছে এ বিলে। তবে বিলটি এখনও আইন হয়নি। এ জন্য ‘গার্ডিয়ান কাউন্সিল’-এর অনুমোদন প্রয়োজন। সংবিধান ও শারিয়ার সঙ্গে বিলের সংযুক্তি না থাকলে গার্ডিয়ান কাউন্সিল এতে ভেটোও দিতে পারেন।