দলগতে শুধু রোমানরা কোয়ার্টারে
সকালে কাবাডি কোর্টে যখন লড়ছিলেন হাফিজা-তুহিনরা তখন রোমান-দিয়ারা খেলছিলেন আরচ্যারিতে।
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের পর্দা নেমেছে গেল রোববার দিবাগত রাতেই। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে সাকিব আল হাসানের দল মন্ট্রিয়েল টাইগার্স। যদিও ফাইনালে মাঠে ছিলেন না টাইগার এই ক্রিকেটার। এছাড়া ফাইনালে মন্ট্রিয়ালের প্রতিপক্ষ ছিল আরেক বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসের সারে জাগুয়ার্স।
তবে সাকিবের দলের কাছে এবারের আসরে ৫ উইকেটে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিটনের দলকে। এদিকে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার একদিন না যেতেই কানাডার টরোন্টো থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন লিটন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন লিটন নিজেই।
এদিকে সদ্য সমাপ্ত কানাডার লিগে শেষ কয়েক ম্যাচ ধরেই ছন্দে ছিলেন না লিটন। ফাইনালেও খুব একটা ঝলক দেখা যায়নি বাংলাদেশি ওপেনারের ব্যাট থেকে। চার মেরে শুরুটা এনে দিলেও লিটন থেমেছেন ওই পর্যন্তই। কেননা টাইগার এই ব্যাটার ব্যর্থ হয়েছেন বড় স্কোর করতে।
এদিন ১৩ বলে ১২ রান করে আউট হয়ে যান লিটন। দেশে ফিরেও টাইগার এই ক্রিকেটার অবশ্য ফুরফুরে মেজাজে থাকতে পারছেন না। কেননা আজ মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের এশিয়া কাপের স্কিল ক্যাম্প।
সকালে কাবাডি কোর্টে যখন লড়ছিলেন হাফিজা-তুহিনরা তখন রোমান-দিয়ারা খেলছিলেন আরচ্যারিতে।
অপেক্ষার পালা প্রায় শেষ। আর মাত্র দিন দুয়েক পরই পর্দা উঠছে ওয়ানডে বিশ্বকাপের।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই ছাপিয়ে যার ঢেউ আছড়ে পড়ে দর্শকদের মধ্যেও। গতকাল (শনিবার) তিনটি ভিন্ন ডিসিপ্লিনে ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। তিনটিতেই হেরেছে তারা। এর মধ্যে এশিয়ান গেমসে দু’বার। একবার অনূর্ধ্ব-১৯ সাফ প্রতিযোগিতায়। এশিয়ান গেমসে স্কোয়াশ ও হকি এবং সাফ প্রতিযোগিতায় ফুটবলে শেষ হাসি হেসেছে ভারত।