তবে সাকিবের দলের কাছে এবারের আসরে ৫ উইকেটে হেরে রানার্স-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে লিটনের দলকে। এদিকে ফাইনাল ম্যাচ শেষ হওয়ার একদিন না যেতেই কানাডার টরোন্টো থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন লিটন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন লিটন নিজেই।
এদিকে সদ্য সমাপ্ত কানাডার লিগে শেষ কয়েক ম্যাচ ধরেই ছন্দে ছিলেন না লিটন। ফাইনালেও খুব একটা ঝলক দেখা যায়নি বাংলাদেশি ওপেনারের ব্যাট থেকে। চার মেরে শুরুটা এনে দিলেও লিটন থেমেছেন ওই পর্যন্তই। কেননা টাইগার এই ব্যাটার ব্যর্থ হয়েছেন বড় স্কোর করতে।
এদিন ১৩ বলে ১২ রান করে আউট হয়ে যান লিটন। দেশে ফিরেও টাইগার এই ক্রিকেটার অবশ্য ফুরফুরে মেজাজে থাকতে পারছেন না। কেননা আজ মঙ্গলবার থেকে শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের এশিয়া কাপের স্কিল ক্যাম্প।