পুলিশ পরিদর্শক থেকে সহকারি পুলিশ সুপারের পদোন্নতি দেওয়ায় A2 SS and supplier Limited ও জনশক্তি 24.com এর পক্ষ থেকে আজিজ আকন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সে সাথে তার সু-স্বাস্থ্য ও সফলতা কামনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার আমির হোসেন বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি পেলাম । আমি কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সম্মানিত সিনিয়র সচিব- স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শ্রদ্ধেয় ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং অন্যান্য উচ্চ কর্মকর্তাদের প্রতি যারা এই পোস্টিং অর্ডার সত্য হওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা উৎসর্গ করেছেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমার দায়িত্ব সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি ।