• 12 Sep, 2024

প্রোটিয়াদের বড় লক্ষ্য দিলো বাংলাদেশ

প্রোটিয়াদের বড় লক্ষ্য দিলো বাংলাদেশ

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে বড় রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ নারী দল। বেনোনিতে টস জিতে প্রথম ব্যাট করে নিগার সুলতানা জ্যোতির দল।

 যেখানে নির্ধারিত ২০ ওভার শেষে মুর্শিদা খাতুন এবং জ্যোতির ঝোড়ো ব্যাটে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৪৯ রান সংগ্রহ করেছে।

এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাটিং নেন সফরকারী টাইগ্রেস অধিনাক জ্যোতি। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার। আফ্রিকান বোলারদের শুরু থেকেই চেপে ধরেন শামীমা সুলতানা এবং মুর্শিদা খাতুন। তবে ব্যক্তিগত ২৪ রানে প্রথম উইকেট হিসেবে বিদায় নেন শামীমা। নন্দুমিসো সাঙ্গাসের বলে তিনি ক্যাচ দিয়ে ফেরেন।