• 13 May, 2024

প্রিয়নবী সা. ভালো বলেছেন যাকে

প্রিয়নবী সা. ভালো বলেছেন যাকে

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণিত, তিনি বলেন, ‘মুমিনদের মধ্যে সবার চেয়ে পূর্ণ মুমিন ঐ ব্যক্তি যে চরিত্রে সবার চেয়ে সুন্দর, আর তোমাদের মধ্যে সর্বোত্তম তারা, যারা তাদের স্ত্রীদের কাছে ভালো।’ (তিরমিজি)

হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, মুমিনদের মধ্যে উচ্চ মর্যাদার অধিকারী সে যার চরিত্র সুন্দর, ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকার রাখে স্ত্রী। বরং চরিত্রের দিক দিয়ে সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে।  

হাদিসের শিক্ষা

উত্তম চরিত্রের সাথে ঈমানের সম্পর্ক। 
ইসলামে উত্তম চরিত্রের গুরুত্ব। 
ঈমানের তারতম্য এবং এটি বাড়ে ও কমে, এটি এক বস্তু নয়।