মঞ্চের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর ও সরকারের শিষ্টাচারবহির্ভূত কথাবার্তার প্রতিক্রিয়া জানাতে গণতন্ত্র মঞ্চের জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলন বক্তব্য রাখবেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।