• 22 Apr, 2024

প্রধানমন্ত্রীর অনুদান মানুষের কাছে পৌঁছে দিলেন কামাল হোসেন

প্রধানমন্ত্রীর অনুদান মানুষের কাছে পৌঁছে দিলেন কামাল হোসেন

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন মসজিদে মসজিদে গিয়ে প্রধানমন্ত্রীর অনুদান পৌঁছে দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যায় পর্যন্ত তার নির্বাচনী আসনের বেশ কয়েকটি মসজিদে অনুদান পৌঁছে দেন তিনি। 

এ সময় প্রধানমন্ত্রী ও তার পরিবারের জন্য দোয়া চান আওয়ামী লীগের এই নেতা।

 

dhakapost

জানা গেছে, খুলনা-৩ আসনের নির্বাচনী এলাকার বিভিন্ন মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল ও কলেজে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা সরাসরি মসজিদে গিয়ে নামাজ আদায় করে সবার সামনে ঘোষণা দেন। তিনি বাইতুল নাজাত জামে মসজিদ, আল আকসা জামে মসজিদ, দৌলতপুর জামে মসজিদ, মুন্সিপাড়া জামে মসজিদ খালিশপুর, ফুলবাড়িগেট জামে মসজিদ, খানজাহান আলী থানা সহ প্রতিটি ওয়ার্ডে দুটি করে মসজিদ, একটা করে মাদ্রাসা, দুটি করে মন্দিরসহ কবরস্থান, স্কুলের খেলার মাঠ, শ্মশান ঘাটে  প্রধানমন্ত্রীর অনুদান নিজে প্রতিটি স্পটে গিয়ে পৌঁছে দেন।

স্থানীয় জানান, আগে কোনো এমপি মসজিদের বরাদ্দ মসজিদে এসে প্রধানমন্ত্রীর পক্ষে ঘোষণা দেননি। তার এমন আচরণে আমরা খুশি।