তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে এমন সব পদক্ষেপ গ্রহণ করবেন যার ফলে সর্বাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য এবং প্রশংসিত হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা, ভোট গণনা, ফলপ্রকাশে স্বচ্ছতা ও নিরপেক্ষতা দৃষ্টান্ত হয়ে থাকবে। এবং পরবর্তী সব নির্বাচনে তা অনুসরণীয হয়ে থাকবে। গণতন্ত্র রক্ষায় নিয়মতান্ত্রিক নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে সেটাই বাস্তবতা। নির্বাচনের সময় ঘোষণায় ড. মুহাম্মদ ইউনূস তাঁর প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রমাণ রেখেছেন সেজন্য মেজর (অব.) আবদুল মান্নান তাঁকে ধন্যবাদ জানান।