ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ নাসির
আগের আসরে অধিনায়ক আর এবার আসরে নেই ড্রাফটে। এক বছরের মধ্যে একেবারে মুদ্রার বিপরীত পিঠ দেখে ফেললেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন।
এক ম্যাচ ভাল তো পরের ম্যাচেই ভরাডুবি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এ খুবই চেনা এক দৃশ্য। চলমান এশিয়া কাপেও দেখা গেল এমন ঘটনা। লঙ্কানদের বিপক্ষে বাজে শুরুর পর আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক জয়। এরপর আরও একবার ব্যাটিংয়ে ভরাডুবি। ফলাফল বড় ব্যবধানের হার।
ম্যাচ হারের পর দলের সহকারী কোচ নিক পোথাস জানালেন, বাংলাদেশের জন্য সময়টা এখন পর্যন্ত কঠিন যাচ্ছে, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে আমরা খেললাম ওদের হোম কন্ডিশনে। লাহোরেও পাকিস্তানের হোম কন্ডিশনেই খেললাম আমরা। এই ম্যাচগুলো সব সময়ই একটু কঠিন এবং ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আসে।’
এশিয়া কাপে বাকি আর দুই ম্যাচ। যেখানে আরও একবার প্রতিপক্ষের হোম গ্রাউন্ডে খেলতে হবে বাংলদেশকে। পরের ম্যাচগুলোতে দলের প্রধান চিন্তা তবে কি। এর উত্তরটাও জানিয়ে দিয়েছেন পোথাস, ‘ক্যান্ডিতে খুব ভালো করিনি আমরা। এরপর আফগানিস্তানের বিপক্ষে খুব ভালো খেললাম। কিন্তু আজ (গতকাল) আবার আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলাম না। নিজেদের জন্য সঠিক কম্বিনেশন খোঁজার চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে পারফরম্যান্সে ধারাবাহিকতা আনাই মূল লক্ষ্য।’
আগের আসরে অধিনায়ক আর এবার আসরে নেই ড্রাফটে। এক বছরের মধ্যে একেবারে মুদ্রার বিপরীত পিঠ দেখে ফেললেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাসির হোসেন।
বেশ কয়েক দিনের নাটকীয়তা শেষে ঘোষণা করা হল পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড। চোটের কারণে দলে রাখা হয়নি নাসিম শাহকে। তার পরিবর্তে লম্বা সময় পর ফিরেছেন হাসান আলী।
ফুটবল ক্যারিয়ারে এমন কোনো শিরোপা নেই যা লিওনেল মেসির শোকেসে পাওয়া যাবে না। যেই শিরোপা নিয়ে আক্ষেপ ছিল সেই বিশ্বকাপ শিরোপাও স্থান পেয়েছে শোকেসে। তাই ফুটবল থেকে আর চাওয়ার কিছু নেই মেসির। বিশ্বকাপ জয়ের পর এমন কথা বেশ কয়েকবার বলেছেন এ বিশ্বকাপজয়ী অধিনায়ক।