এই নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পল্লবী থানায় এলাকাবাসী অভিযোগ দায়ের করেন। কিন্তু পল্লবী থানা পুলিশ মাদক ব্যবসায়ী লাভলীর ছেলে ও মেয়েকে গ্রেফতার করলেও লাভলীকে গ্রেফতার করেনি।এলাকাবাসী আরো অভিযোগ করেন, মাদক ব্যবসা বন্ধের প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা মুসা ও প্রতিবন্ধী খোকনকে পুলিশ গ্রেফতার করে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামীলীগ নেতা বলেন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গ্রেফতার হওয়া দুঃখজনক। এই বিষয় নিয়ে আদর্শ নগর প্লট মালিক সমিতির সভাপতি ও গ্রেফতারকৃত মুসার আপন বড় ভাই মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আদর্শ নগর প্লট মালিক সমিতি সবসময় সোচ্চার ছিলেন এবং ভবিষ্যতে থাকবে। কিন্তু মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার ছোট ভাইকে গ্রেপ্তার হতে হলো এইজন্য আমি নিজেও মর্মাহত। তিনি দুঃখ প্রকাশ করে বলেন এলাকাবাসীর অভিযোগ মাদক ব্যবসায়ী লাভলীর মেয়ে জামাই সুমনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মুসা ও প্রতিবন্ধী খোকনকে গ্রেপ্তার করে পল্লবী থানা পুলিশ।