সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে জয় তুলে সেমিফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে সেই ম্যাচে ক্রিকেটারদের অ্যাপ্রোচ ছিল প্রশ্নবিদ্ধ। সে সময় যা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত ও কোচ হাথুরুসিংহে।
তবে সেই বিতর্ক পাশ কাটিয়ে এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট মিশনে মাঠে নামবে বাংলাদেশ দল। সেই লক্ষ্যেই ক্রিকেটারদের প্রস্তুত করতে ঢাকায় পা রেখেছেন তিনি। এরপর তার অধীনে আগামী ১৭ আগস্ট পাাকিস্তানে যাবে বাংলাদেশ দল। পরে রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট ও ৩০ আগস্ট করাচিতে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ায় এবারের সফরে সে সম্পর্কেও স্পষ্ট ধারণা নেবে হাথুরু। তার অধীনেই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার কথা রয়েছে বাংলাদেশের। যা নিয়ে গত বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করতে হবে না হবে, সেটা নিয়ে কোচ একটা দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিকনির্দেশনা মোতাবেক আমাদের নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা কাজ করছেন। যেহেতু ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্ট, এখনও সময় আছে। কতজনের স্কোয়াড হবে, কোন খেলোয়াড় থাকবে এটা কোচ পরিকল্পনা করবে।’