৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া অ্যাডিলেড টেস্টে মিচেল মার্শ খেলতে পারবেন কিনা তা নিয়ে জেগেছে শঙ্কা। ১৭ ওভার বোলিং করার পর আবার অস্বস্তিতে ভুগছেন তিনি। শঙ্কা জেগেছে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে। ফর্মটাও খুব ভাল ছিল না আগের টেস্টে। তাতেই কি না কিছুটা নড়েচড়ে বসল অস্ট্রেলিয়া। বিকল্প একজনকে ডাকা হয়েছে অ্যাডিলেডের টেস্টের আগে।
প্রথমবারের মতো অজি দলে ডাক পেলেন বিউ ওয়েবস্টার। বৃহস্পতিবার এক বিবৃতিতে তাসমানিয়ার ওয়েবস্টারকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গত বছর শেফিল্ড শিল্ডে বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন ওয়েবস্টার।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়া জাতীয় দলে ডাক পেলেন এই ৩০ বছর বয়সী অলরাউন্ডার। ভারত 'এ' দলের বিপক্ষে সিরিজে দারুণ করেছেন তিনি। দুই ম্যাচের সেই সিরিজে ৭২.৫০ গড়ে তিনি করেছেন ১৪৫ রান। বল হাতেও শিকার করেছেন সাতটি উইকেট। খেলার ধরণে মিচেল মার্শের মতোই পেস বোলিং অলরাউয়ন্ডার তিনি।
জাতীয় দলে প্রথমবার ডাক পেয়ে বেশ উচ্ছ্বসিতই শোনাল ওয়েবস্টারকে, ‘শক্তিশালী ভারত দলের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে কিছু রান ও উইকেট পাওয়াটা ছিল আনন্দদায়ক। ‘এ’ দলের ক্রিকেট ম্যাচ টেস্ট স্তরের এক ধাপ নিচেই, তাই এটি আপনাকে ভালো অবস্থানে রাখে এবং ভালো লড়াই। জাতীয় দলে ডাক পাওয়া গর্বের। দলের সঙ্গে যোগ দেয়ার জন্য মুখিয়ে আছি আমি।’
৩০ বছরের ওয়েবস্টার ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৫ হাজার ২৯৭ রানের পাশাপাশি ১৪৮টি উইকেট রয়েছে তার নামের পাশে। বিকল্প হিসাবেই অবশ্য দলে ওয়েবস্টারকে নেওয়া হয়েছে। তবে অ্যাডিলেডে মার্শের বদলে ওয়েবস্টারকে দলে জায়গা দেওয়া হয় কি না সেটাই দেখার।