• 25 Apr, 2024

অপেক্ষায় থাকলেন ভক্ত, রিকশায় বসে ছবি তুললেন অহনা

অপেক্ষায় থাকলেন ভক্ত, রিকশায় বসে ছবি তুললেন অহনা

ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। পর্দার বাইরে ব্যক্তিজীবনের নানা ঘটনা, অভিজ্ঞতাও ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তিনি।

সম্প্রতি তেমনি এক অভিজ্ঞতার কথা নিজের ফেসবুক পেজে জানিয়েছেন অহনা। এক ভক্তের কাণ্ড বেশ অবাক করেছে তাকে। সেই ভক্তের প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন তিনি।


সোমবার (২১ আগস্ট) সকালে সেই ভক্তের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে অহনা লিখেছেন, দিনটা ছিল শুক্রবার। এই ভাইটা আমাকে বললো আপু আমি আপনার একজন ভক্ত, প্লিজ আমার রিকশায় একটু ওঠেন আপনি উঠলে আমার ভালো লাগবে।

এরপরের ঘটনা জানিয়ে অভিনেত্রী লেখেন, আমি বললাম, ভাই একটু সময় লাগবে কারণ আমার একটু কাজ আছে। উনি বললেন আচ্ছা আমি অপেক্ষা করতেছি আপনি আসেন। ওমা এসে দেখি উনি প্রায় ৩০ মিনিট অপেক্ষা করছে। এটাইতো ভালোবাসা এটাইতো অর্জন। এরপর বললো আপু একটা ছবি তুলে আপনি প্লিজ আপলোড দেন। আমি বললাম আচ্ছা।


অহনার এই পোস্টে ভক্তরা অভিনেত্রীর বেশ প্রশংসা করেছেন। অনেকেই লিখেছেন, ‘অভিনেতা-অভিনেত্রীদের বড় অর্জন তো এটাই’। কারো মন্তব্য, ‘নিশ্চয়ই আপনি একজন ভালো মনের মানুষ, তাই খুদে ভক্তের অনুরোধটুকু রেখেছেন’।