• 13 Sep, 2024

ওজন কমার খবরে ৭০ শতাংশ বাড়ল কোম্পানির শেয়ারমূল্য

ওজন কমার খবরে ৭০ শতাংশ বাড়ল কোম্পানির শেয়ারমূল্য

যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো ভিত্তিক স্ট্রাকচার থেরাপিউটিক্স নামে একটি কোম্পানিটি গত ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করে। এরপর থেকে কোম্পানিটি ওজন কমার ওষুধ আবিষ্কারের ঘোষণা দেয়।

তখন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল, তাদের তৈরি ওজন কমানোর একটি পিল-এর কার্যকারিতা দেখতে পরীক্ষামূলকভাবে ২৪ জন অংশগ্রহণ করেছিলেন। 
এ খবর প্রকাশ হতে না হতেই গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ওই কোম্পানিটির শেয়ারের মূল্য এক লাফে ৭০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। শুধু তাই নয়, রাতারাতি ওই কোম্পানির বাজারমূল্য ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। 

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ট্রাকচার থেরাপিউটিক্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পিলটি সেবন করার ফলে অংশগ্রহণকারীদের কারও মধ্যেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে পরীক্ষণের মাঝপথে কেউ ছিটকে যাননি। প্রাপ্ত ফলাফলকে ‘উৎসাহব্যঞ্জক’ হিসেবে আখ্যায়িত করেছে কোম্পানিটি।