• 06 May, 2024

নড়াইলের লোহাগড়ায় চেয়ারম্যান পদে ৭ জনসহ ১৭ জনের মনোনয়নপত্র জমা

নড়াইলের লোহাগড়ায় চেয়ারম্যান পদে ৭ জনসহ ১৭ জনের মনোনয়নপত্র জমা

নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জনসহ ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২১ এপ্রিল) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বাছাই হবে ২৩ এপ্রিল প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল।

প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফয়জুল হক রোম, জয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম শরিফুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্না, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুন্সী নজরুল ইসলাম (সাবেক নিবন্ধক), স্বেছাসেবক লীগ নড়াইল জেলা শাখার সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, আওয়ামী লীগ নেতা আইয়ুব হোসেন।

এছাড়া ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. কামরুল ইসলাম মিন্টু, এফ আর রোমান রায়হান, কে এম মোস্তাফা কামাল লিওন, মো. জাহিদুর রহমান জাহিদ, মো. আজম মোল্যা, মো. বাবুল মিয়া এবং মো. মাহমুদুর রহমান।

ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে মনোয়নপত্র দাখিল করেছেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, কনিকা ওছিউর, মোছা. কাকলি বেগম।

প্রসঙ্গত, আগামী ২১ মে লোহাগড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২,১০,৭৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১,০৫,৭৮৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১,০৪,৯৮৩ জন। ১টি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে লোহাগড়া উপজেলা পরিষদ গঠিত।