ভিসা অব্যাহতি চুক্তি সই করল বাংলাদেশ-কাজাখস্তান
কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও কাজাখস্তান।
নড়াইলে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল।
জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।
নড়াইল জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মসূচিতে অংশ নেয়।
এরপর একটি শোক র্যালি মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আসে। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সিভিল সার্জন ডা. সাজেদা পলিন প্রমুখ।
কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টে ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও কাজাখস্তান।
নয় পেরিয়ে ১০ম বর্ষে পদার্পণ করল ‘বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন’। টেলিকম খাতের নানা অনিয়ম ও গ্রাহকদের স্বার্থ রক্ষার্থে ২০১৪ সালের ২২ সেপ্টেম্বর সংগঠনটি যাত্রা শুরু করে। এরপর গ্রাহকদের স্বার্থ রক্ষা ও দাবি আদায়ে সব সময় সোচ্চার ও সরব ভূমিকা পালন করছে সংগঠনটি।
জলবায়ু সংকট এড়াতে বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোকে সৎ হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।