• 04 May, 2024

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

নড়াইলে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ আগষ্ট) সকালে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনাসভা ও দোয়া মাহফিল।


জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।

নড়াইল জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কর্মসূচিতে অংশ নেয়।

এরপর একটি শোক র্যালি মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আসে। এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী, পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সিভিল সার্জন ডা. সাজেদা পলিন প্রমুখ।