• 14 Feb, 2025

নড়াইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিনে আলোচনা সভা

নড়াইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিনে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে নড়াইলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ার) বিকালে জেলা বিএনপি'র কার্যালয়ে সদর উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নড়াইল পৌর বিএনপির নব নির্বাচিত সভাপতি মোঃ তেলায়েত হোসেন বাবু এর এতে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃমনিরুল ইসলাম।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশের সঞ্চালনায় জিয়াউর রহমানের জীবনকর্ম নিয়ে আলোচনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ২ আরমান আলী খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইবাদত মিনা, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান, পৌর বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার ফশিয়ার রহমান।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য খন্দকার এজাজুল হাসান বাবু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক  সায়াদাত কবীর রুবেল, জেলা ছাত্রদলের সহ সভাপতি মোঃ আল আমীন, কবীর হোসেন প্রমুখ।