• 21 Sep, 2024

নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

নড়াইল প্রতিনিধি : কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নড়াইলে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ ২০২৪ পালিত হয়েছে।

শনিবার (০৯ মার্চ)  বেলা ১১ টায় জেলা পুলিশের আয়োজনে  পুলিশ লাইনস হলরুমে দেশের জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, দেশমাতৃকার জন্য মানুষের জানমালের নিরাপত্তা বিধান ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বিগত বছর সমূহে বাংলাদেশ পুলিশ সদস্য যারা জীবন উৎসর্গ করেছেন সেই সকল আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে পালিত হয় ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৪’।

nrailknth-marc-0014.jpgএতে জেলা পুলিশ সুপার মোহা: মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদেও মাননীয় হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা এমপি।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোঃ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি  অ্যাড সুবাস বোস।

এছাড়াও জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ মৃত ব্যক্তিদের আত্মীয়-স্বজন পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুলিশ হিসাবে  কর্মরত অবস্থায় মৃত্যুবরণ সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় পুষ্পস্তবক অর্পণ  ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।