• 09 Oct, 2024

নড়াইলে অত্যাধুনিক ফিটনেস সেন্টারের উদ্বোধন করলেন মাশরাফী

নড়াইলে অত্যাধুনিক ফিটনেস সেন্টারের উদ্বোধন করলেন মাশরাফী

নড়াইলে অত্যাধুনিক ফিটনেস (জিম) সেন্টার উদ্বোধন করলেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের সফল অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিতর বক্তব্য রাখেন তিনি।

এ সময় বক্তব্য রাখেন আইপিডিসির সিও মমিনুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক প্রমূখ। এর আগে অতিথিবৃন্দ ফিতা কেটে অত্যাধুনিক ফিটনেস (জিম) সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন।

২০১৯ সালের ২ নভেম্বর নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা আইপিডিসি ফাইনান্স লিঃ-এর সহায়তায় ২৫ লাখ টাকা ব্যয়ে একটি ফিটনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাশরাফি বিন মর্তুজা। অত্যাধুনিক ফিটনেস সেন্টারে বর্তমানে ইনস্টলমেন্ট সহ অন্যান্য মালামাল ক্রয়ে সর্বমোট আনুমানিক ৬৫ লক্ষ টাকা ব্যয় হয় বলে জানাগেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর থেকে‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা তৃণমূলে পৌঁছে দেওয়া, দুস্থদের আর্থিক সাহায্য প্রদান, পরিবেশ ঠিক রাখতে ডাস্টবিন স্থাপন, সোলার লাইট বিতরণ, দরিদ্র কষকদের মধ্যে কৃষি বীজ বিতরণ, নড়াইলবাসীর সার্বিক নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনসহ বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে।