• 14 Jun, 2025

নড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচিতি সভা, মৌলিক পরিবর্তনের ডাক!

নড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচিতি সভা, মৌলিক পরিবর্তনের ডাক!

"নড়াইলে পরিবর্তনের নতুন বার্তা! জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পরিচিতি সভায় গর্জে উঠলেন নেতারা — গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার!"

স্টাফ রিপোর্টার: নড়াইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। শনিবার (২৬ এপ্রিল) বিকালে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন এনসিপি’র নড়াইল জেলা কমিটির আহ্বায়ক শরিফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের পিতা বদরুল ইসলাম জামির। আরও বক্তব্য রাখেন পাচঁগ্রাম ইউপি চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, লোহাগড়া উপজেলার নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালিয়ার বিশিষ্ট সমাজসেবক সাজ্জাদুর রহমান (মাস্টার), মো: ফারুক হোসেন, নড়াইল সদরের জাকির হোসেন এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান মেহেদী সহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মৌলিক সংস্কার জরুরি। বিশেষ করে এক ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতাকাঠামো ভেঙে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি এবং নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। বক্তাদের মতে, শুধুমাত্র বাহ্যিক সংস্কার নয়, বরং মৌলিক কাঠামোগত পরিবর্তন ছাড়া সত্যিকারের গণতন্ত্র আসবে না।

পরিচিতি সভা শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় জনগণের ব্যাপক উৎসাহ ও উপস্থিতি লক্ষ্য করা গেছে।