শনিবার বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িরডোব মাঠে নড়াইল উপজেলার আয়োজনে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতারন করেন পৌর মেয়র আঞ্জুমান আরা,নিজাম উদ্দীন খান নিলু উপজেলা চেয়ারম্যান, মোসাঃ সাদিয়া ইসলাম উপজেলা নির্বাহী অফিসার।
ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে জংঙ্গলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে রহমত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে দক্ষিণ বাগডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
বিকালে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ নিজামউদ্দীন খান নিলু ।
সাদিয়া ইসলাম সভাপতিত্বে সদর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, জংঙ্গগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ ফিরোজা খাতুন,খাইরুল ইসলাম, আবু সুফিয়ান ভূঁইয়া, মোঃ মনিরুল ইসলামসহ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল বাশারসহ নড়াইল পৌরসভার কর্মকর্তা,জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।