• 21 Sep, 2024

নড়াইল পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু,সকল ডকুমেন্টস জব্দ করেছে-দুদক

নড়াইল পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু,সকল ডকুমেন্টস জব্দ করেছে-দুদক

স্টাফ রিপোর্টার : নড়াইল পৌরসভার মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিন দুদক। জব্দ করা হয়েছে প্রয়োজনী সকল ডকুমেন্টস।

নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরার বিরুদ্ধে ১০৬ কলের ভিত্তিতে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে পেয়ে ২০২১ সালের ০২ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন সমন্বিত যশোর জেলা কার্যালয়ের তৎকালিন উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত অভিযান পরিচালনা করেন। সেই অভিযানের জের ধরে আজ বুধবার (২০ জুলাইবিকাল ৪টায় দুদক যশোরের উপ-পরিচালক মোআল আমিন একটি টিম পুনরায় দুর্নীতির অভিযোগসমূহ অনুসন্ধান করতে নড়াইল পৌরসভায় আসেন।

এসময় পৌরসভার অফিসের কর্মকর্তাকর্মচারিদের ব্যস্ত থাকতে দেখা যায়।মেয়রের কক্ষে কাউন্সিলরসহ বিভিন্ন ব্যক্তিদের উকিজুকি করতে দেখা যায়।

দির্ঘ সাড়ে ৪ঘন্টাব্যাপি অনুসন্ধান শেষে দুদকের উপ-পরিচালক মোআল আমিন নড়াইলকণ্ঠকে জানানদুর্নীতির অভিযোগের অনুসন্ধানের স্বার্থে আমরা এইমূহুর্তে কোন বক্তব্য দিচ্ছি না। তবে আপনারা নিউজ করলে বলতে পারেন এর আগে (০২ ডিসেম্বর ২০২১১০৬ কলের ভিত্তিতে যে অভিযান পরিচালনা করেছিলো তার ধারাবাহিকতায় আজ (২০ জুলাইআমরা এসেছি নিয়মিত অনুসন্ধান করতে।আমরা মেয়রের বিরুদ্ধে যেসব অভিযোগ পেয়েছি সেইসব অভিযোগের প্রয়োজনী ডকুমেন্টস সংগ্রহ করে নিয়ে যাচ্ছি। ডকুমেন্টস সমূহ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের ফলাফল বলতে পারবো।

এসময় তদন্ত টিমের সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনদুদক যশোরের সহকারি পরিচালক মাহফুজ ইকবাল এবং উপ-সহকারি পরিচালক জালাল উদ্দিন।তদন্ত সম্পর্কে পৌর মেয়র আনজুমান আরা জানান এর আগে যে অভিযোগের প্রেক্ষিতে দুদক এসেছিলো তারই ধারাবাহিকতায় আজ পুনরায় অনুসন্ধানে এসেছিলো দুদক।